জানুন বিমানের রং কেন সাদা হয়?

0 Shares
0
0
1

সাধারণত এই বিষয় নিয়ে আমরা কখনো ভেবে দেখিনি।তবে এমন কাউকে পাওয়া যাবে না যারা বিমান বা প্লেনের সঙ্গে পরিচিত নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বিমানে চড়েছেন। আবার অনেকেই আছেন যারা কখনো বিমানে চড়েননি। কিন্তু সত্যিকারের প্লেন বা বিমান না দেখলেও প্লেনের ছবি দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। আচ্ছা, আমরা যখন বাস্তবে বা ছবিতে প্লেন দেখি তখন কি কখনো ভেবে দেখেছি প্লেনের রং সাদা হয় কেন? কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে যে প্রায় সব বিমানের রং সাদা হয়।

বিমানের রং সাদা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে।তা নিম্নে আলোচনা করা হলঃ

​১.সূর্যের রশ্মি থেকে রক্ষা করে সাদা রংঃ

সাধারণত সাদা রংটি তাপ শোষণ করে না। সাদা রং প্রধানত তাপ প্রতিফলিত। আসলে সাদা রং তাপের একটি খারাপ দিক পরিবাহি করে। বিমান রানওয়ে থেকে ওড়ার পর সময় বেশির সময় রোদে থাকে। সূর্যের ইনফ্রারেড রশ্মির কারণে বিমানের ভিতর তীব্র তাপ তৈরি হয়। কিন্তু, বিমানের রং সাদা হওয়ার কারণে তা গরম হওয়া থেকে রক্ষা করে।সাদা রং সূর্যের রশ্মির ৯৯ শতাংশ পর্যন্ত প্রতিফলিত হয়। 

২.সাদা রঙে ফাটল সহজে দেখা যায়ঃ

বিমানের রং সাদা হলে বিমানে এক ফুটো হয়ে তেল পড়লে তা বোঝা যায়। কিংবা বিমানে ফাটল সৃষ্টি হলে তা খুব  সহজেই চোখে পড়ে।বিমানের রং সাদা ছাড়া অন্য কোনো রং করা হলে তা চোখে না পড়ার সম্ভাবনা থাকে। এতে করে বিমান দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বিমান নিখোঁজ হলেও এই সাদা  রং এর সাহায্যে তা খুঁজে পাওয়া যায়। শুধু দিনের বেলাতেই বিমান আমাদের চোখে পড়ে না,বরং রাতের বেলাতেও সাদা রং এর কারণে বিমান চোখে পড়ে। সাদা রঙকে বিমানের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনে সহায়ক মনে করা হয়।

৩.সাদা রং ওজনে হালকা হয়ঃ

বিমানে সাদা রঙ করার বিশেষ কারণ রয়েছে। রোদের তেজে অন্যান্য রঙ খুব তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যায়। সাদা রং তার তুলনায় অনেক দিন পর্যন্ত টিকে থাকে।সাদা রঙ দেওয়ায় বিমানের ওজন কমে অন্যান্য রঙের তুলোনায় । সাদা রং দিয়ে পেন্টিং করলে বিমানের ওজন কম হয়, যা আকাশে উড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া অন্য রং ব্যবহার করলে বিমানের ওজন বাড়ার সম্ভাবনা থাকে। তবে সাদা ছাড়াও অন্য রংয়ের বিমান রয়েছে। কিন্তু সেগুলোর সংখ্যা খুবই কম।

৪.পাখির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে সাদা রংঃ

এই বিষয়টি আপনার কাছে হয়তো কিছুটা অদ্ভুত মনে হতে পারে। তবে বিষয়টি নানা সমীক্ষায় দেখা গেছে যে পাখির সাদা রংটি তুলনামূলক ভাবে কম আকৃষ্ট হয় । পাখির আঘাত যে কোনো উড়োজাহাজ ও পাইলটকে সমস্যায় ফেলতে পারে এবং এর ফলে শত শত যাত্রীর মৃত্যু পর্যন্তও হতে পারে। পাখির আক্রমণ কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হলেও তা পুরোপুরি এড়ানো যায়নি।  হিউম্যান ওয়াইল্ড লাইফ ইন্টার অ্যাকশন -এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, পাখিরা দূর থেকে আকাশে একটি উজ্জ্বল সাদা সমতল দেখতে সক্ষম। পাখিরা নীল, লালের চেয়ে সাদা প্লেনগুলি আরও সহজে দেখতে পায়। ফলে পাখির সঙ্গে উড়োজাহাজের দুর্ঘটনা অনেকাংশেই কম হয়ে থাকে ।

৫.সাদা রঙের সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক কারণঃ

সাদা রঙের উড়োজাহাজের পুনর্বিক্রয় মূল্য অনেক বেশি। অর্থাৎ, যদি একটি উড়োজাহাজ বিক্রি করে দিতে হয়, আর সেই উড়োজাহাজ বা বিমানের রং যদি সাদা থাকে তাহলে অনেকটাই বেশি দাম পাওয়া যায়। তবে , যদি অন্য রঙের একটি বিমান সব সময় সূর্যালোকের সংস্পর্শে থাকে, তাহলে সেটির গায়ের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে রং নষ্ট হওয়ার অনেক ঝুঁকি থাকে। এই বিষয়টি সাদা রঙের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সাদা রং দ্রুত নষ্ট হয় না। ফলে কোনও বিমানের গায়ের রং যদি এক বার সাদা করা হয়, তা হলে সেই প্লেনকে বারবার রং করতে হবে না।

লেখকঃ মেঘলা আক্তার ইভা।শ্রেণীঃ৮ম-গাজীপুর উমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়।

1 Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
বাংলাদেশের শীর্ষ ১০ টি ই-লার্নিং ওয়েবসাইট

বাংলাদেশের শীর্ষ ১০ টি ই-লার্নিং ওয়েবসাইট | অনলাইন শিক্ষামূলক সাইট

প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের কাছে এর প্রবেশযোগ্যতার সাথে, অনলাইন শিক্ষা, যা ই-লার্নিং নামেও পরিচিত। এছাড়াও, ই-লার্নিং প্রত্যেকের জন্য…
Read More
Top 10 mobile companies in the world

বিশ্বের সেরা ১০ টি মোবাইল কোম্পানি

বর্তমান সময়ে মানুষের চাহিদার সর্বপ্রথমে থাকা প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোন বা স্মার্টফোন৷ সময়ের সাথে পাল্লা দিয়ে মোবাইল ফোনের…
Read More
discover-oneself-through-various-activities

বিভিন্ন কাজের মাধ্যমে , নিজেকে আবিষ্কার করতে পারা।

আমরা মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ । যে কাজটি আমাদের অনেকেরই…
Read More