বিভিন্ন কাজের মাধ্যমে , নিজেকে আবিষ্কার করতে পারা।

0 Shares
0
0
0

আমরা মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ । যে কাজটি আমাদের অনেকেরই করা হয় না। এর জন্য আমরা আমাদের ইচ্ছা গুলির মতো করে কাজ করতে পারি না। তাই আমরা যদি আমাদের ইচ্ছা গুলির মতো করে কাজ করতে চাই। তাহলে,  সর্বপ্রথম  আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে হবে।                                         

আমরা আমাদের নিজেদেরকে অনেক ভাবে আবিষ্কার করতে পারি। নিজেকে আবিষ্কার করা মানে নিজেকে জানা এবং নিজের ইচ্ছা গুলিকে জানা। নিজের ইচ্ছা গুলিকে কীভাবে প্রকাশ করতে পারবো সেটি জানা । এছাড়াও , নিজেকে যাচাই করা ,  নিজেকে দিয়ে কী হবে, কী হবে না, সেটি আমরা বিভিন্ন কাজের মাধ্যমে যাচাই করতে পারি।তাছাড়া,  মূল কথা হলো আমাদের নিজেকে আবিষ্কার করার জন্য  আমরা কি ,কি করতে পারি এবং আমাদের কি কি শিখা ধরকার সেগুলি খুঁজে বের করা। 

আমাদের নিজেকে আবিষ্কার করতে হলে সর্বপ্রথম আমাদেরকে নিজেকে জানতে ও বুঝতে হবে । আমরা যদি আমাদের নিজেকে না জানি বা না বুঝি তাহলে নিজেকে আবিস্কার করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। আমাদের জানতে হবে নিজের মধ্যে বিশেষ কি আছে। কিন্তু , আমাদের সবার মাঝে একটি খারাপ লক্ষণ রয়েছে – যে আমরা যতটা না নিজেকে জানার চেষ্টা করি, তার চেয়ে বেশি অন্যদের ক্ষুদ ধরার চেষ্টা করি । নিজেকে আবিষ্কার করা মানে নিজের ইচ্ছাকে জানা এবং এমন কিছু করা যেটা আমার লাইফ এ সফলতা  এনে দিবে ।

আমরা প্রতিদিন অনেক কাজই করে থাকি, কিন্তু এই প্রতিদিন এর কাজের মধ্যে কিছু কাজ যা করতে কোনো সময়ই খারাপ লাগেনা বা একঘেয়েমি আসে না , ভেবে দেখো কি এমন কাজ যা সব সময় করতে খারাপ লাগে না , যেটা করতে ভালো লাগে , যে কাজ এ একঘেয়েমি আসে না। 

নিজেকে তৈরি  করা খুব বেশি সহজ না  আবার কঠিন ও না । যদি আমরা নিজের লক্ষ্য বা উদ্দ্যেশ  খুজেঁ পাই , ইচ্ছা থাকে লক্ষ্যে পৌঁছানোর নিজেকে তৈরি করার  তাহলে কঠিন হবে না  নিজেকে আবিষ্কার করার জন্য। 

নিজেকে তৈরি করার সময় অনেক বাদা  আসবে ,  নানা মানুষ  নানান কথা  বলবে।  তাদের কথায় কান না দিয়ে আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবেেএই প্রন্থা নিয়ে এগিয়ে যেতে হবে । আমাদের যা  ইচ্ছা বা লক্ষ্য রয়েছে সে সেটা নিয়ে যত তারাতারি সম্ভব কাজ  শুরু করে দেওয়া।  

আমার ছোট বেলায় অনেকেই বলে থাকি , যে আমরা ডাক্তার,  ইন্জিনিয়ারিং, Lawyer হবো। কিন্তু , আমরা কখনো বলি না যে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করবো। 

আর,সেটি আমার বুঝতে পারি বড় হয়ে যে আমাদের ইচ্ছা কি এবং কি হতে চাই। এজন্য একটা সময় আমাদের সব ধরনের কাজ চেষ্টা করা দরকার। সে সময় আমরা বুঝতে পারবো যে আমরা কোন কাজটি করে আনন্দ পাই। আর, আমাদের সেই কাজটি প্রতিনিয়ত করলে একটা সময় সেই কাজটি আমাদের দক্ষ হয়ে যাবো। যা আমাদের কর্ম জীবনে অনেক সহয়োতা করবে।

আমরা কোনো কিছু করতে গেলে বা তৈরি  করতে  গেলে অনেক বার ব্যথ হবে কিন্তু আমার কখন ও হাল ছেড়ে দিয়ে যাবে না। বরং, আমরা যত বার ব্যথ হব তত বার কিছু না না কিছু শিক্ষবো।  

তারপরই,  আমরা আমাদের নিজেকে আবিষ্কার করতে পারবো। 

তাই আমাদের নিজেকে আবিষ্কার করার জন্য আমাদের বিভিন্ন ধরনের কাজ করে দেখতে হবে এবং খুঝে বের করতে হবে আমাদের ইচ্ছাটি কি। 

0 Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
৭ টি হালাল ব্যবসা আইডিয়া

হালাল ব্যবসা সমূহ গুলো কি কি? হালাল ব্যবসার ফজিলত ও এর নিয়ম কানুন।

হালাল ব্যবসা নিয়ম এবং হালাল ভাবে অর্থ উপার্জনের উপায় সংক্রান্ত বিষয়ের আর্টিকেলে জানাবো বেশ কিছু পন্য ও সেবার…
Read More