স্কুল জীবনের বোকামি গুলো যখন আপনার অর্থ উপার্জনের হাতিয়ার।

0 Shares
0
0
0

মানুষ হিসেবে আমরা  আমাদের জীবনে  ছোট বড় কত বোকামি না করে থাকি । তাছাড়া, প্রত্যেক মানুষ দৈনিক অন্তত পাঁচ মিনিটের জন্য  নেহাত বোকা হয়ে যায় । জীবনে  ছোট ছোট বোকামি গুলো আমাদের অনেক কিছু জানাই, শিখাই ও বুঝাই ।   যেমন –  স্কুল লাইফের বোকামি গুলি ?

স্কুল লাইফে আমরা কিছু কিছু বোকামি করে থাকি যা পরর্বতীতে আমাদের জীবনের উদ্দ্যেশ হয়ে দাঁড়ায় । আবার, আমাদের  জীবনের বোকামি গুলির  মধ্য স্কুল লাইফের বোকামি গুলি  সব থেকে  স্মরনীয় হয়ে  থাকে।  আমরা  কি কখনো  ভেবে দেখেছি যে আমরা আমাদের  স্কুল লাইফে  কি কি বোকামি গুলি  করেছি ? বা কখনো কি ভেবে দেখেছি যে, সেই বোকামি গুলো এখন  আমাদের জীবনের লক্ষ্য বা  out income হয়ে দাড়িয়েছে ।                 

তাহলে, চলুন যেনে নেওয়া যাক আমাদের সেই স্কুল লাইফের বোকামি গুলি কীভাবে আমাদের জীবনের লক্ষ্য বা  out income হয়ে দাড়িয়েছে ।                                                                                                                                                                           

স্কুল লাইফ এর বোকামি গুলো ছিল :  স্যার  কিছু পড়ানোর সময়  স্যারের চোখ ফাঁকি দিয়ে চিত্রা অঙ্কন করা,  শ্রেণি কক্ষে ফাঁকি দিয়ে মাঠে যেয়ে ফুটবল, ক্রিকেট ,বলিবল ও নানা রকম  খেলাধুলা করা,  শ্রেণি কক্ষে বাদ দিয়ে লাইব্রেরিতে যেয়ে বই পড়া,  কম্পিউটার ল্যাবে যেয়ে  গেম খেলা, পড়া পারিনা বলে লুকিয়ে ‍ আর্ট  ক্লাসে যেয়ে  আর্ট  করা ইত্যাদি  ।

স্কুল লাইফ এ  যা যা কাজ বা বোকামি গুলো করেছি   সে   বোকামি গুলো আমাদের লাইফ এ অনেক কাজে লেগেছে।  যখন আমরা এই বোকামি গুলো করতাম  তখন কিন্তু ভাবতাম না এই  বোকামি গুলো  আমাদের  একটা সময় লক্ষ্য বা  আউট ইনকাম হয়ে  দাঁড়াবে । তখন আমরা এই বোকামি গুলো করতাম  অকারণে বা কোনো কিছু ভালো লাগতো না বলে, তখন জানতাম ও না এই কাজ গুলি বোকামি লেভেলের ছিল । আর আমরা কখনোই  চিন্তাই করিনি যে,  এই  বোকামি  গুলি  আমাদের জীবনের  লক্ষ্য  বা  out income হয়ে দাঁড়াবে ।

এখন হয়তো অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে যে, চিত্রা অঙ্কন, খেলাধুলা এবং বই পড়ে কীভাবে টাকা বা অর্থ উপার্জন করা যায় । 

ধরুন , চিত্রা অঙ্কন বা আর্ট  –  তো আমরা আমাদের স্কুল লাইফে আমাদের মনের আনন্দে করেছিলাম। আমরা যদি খুব ভালো আর্ট  করতে পারি, তাহলে আমরা সেই কাজ গুলি আমাদের মোবাইল ফোনে  বিভিন্ন App মাধ্যমে  প্রথমে চেষ্টা  করতে পারি যেমন – flipaclip app এর দ্বারা । এছাড়াও, canva app দিয়ে যেকোনো   ধরনের design  করতে পারি।  Illustrator, power point দ্বারা graphics design  ভালো ভাবে শিক্ষতে পারলে আমাদের  টাকা income করতে কোন সমস্যা হবে না ।  

খেলাধুলা – খুব ভালো খেলাধুলা পারলে বা খেলাধুলা দ্বারা কিছু করতে চাইলে আমরা যদি সে ভাবে খেলাধুলা  করি, তাহলে ভবিষ্যৎ হয়তো   জাতীয় দল হয়েও খেলতে পারি । 

Online  Game –  বর্তমানে, অনেকেই কম্পিউটার গেস দ্বারা টাকা income করছে বা Web site এ  লেখালেখি করে । তাছাড়া, online  game তৈরি করে  টাকা  income করা যায়। Graphics Design,  programme  এর কাজ করেও বর্তমানে প্রচুর অর্থ উপার্জন করা যায় ।

লাইব্রেরিতে যেয়ে বই পড়া – ”যে বই পড়তে জানে, সেই বই লিখতে জানে ” । স্কুল লাইফ এ যখন  ক্লাস  ফাঁকি দিয়ে  লাইব্রেরিতে যেয়ে বই পড়তাম তখন জানতাম না এটি ও যে কাজে লাগতে পারে বা out income এর একটি সোর্স  হতে পারে । কারণ, বর্তমানে বই লেখার পাশাপাশি বিভিন্ন web site লেখা লেখি করেও অর্থ উপার্জন করা যায় । 

এছাড়াও, আমাদের স্কুল লাইফ ছাড়াও আমাদের  জীবনে যে বোকামি গুলি করেছি সেগুলিও আমাদের জীবনের লক্ষ্য বা অর্থ উপার্জন করতে সাহায্য করবে বলে আমি মনে করি যদি আমরা সেই কাজ গুলি সটিক ভাবে করি ।

0 Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

যে ১০ টি বিষয় যে-কোন ব্যবসা শুরু করার আগে জানা প্রয়োজন ।

নতুন ব্যবসা শুরু করার আগে আমাদের কিছু বিষয় অবশ্যই মাথায় প্রয়োজন। তবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা…
Read More
food-and-beverage

বাংলাদেশের শীর্ষ ১০ টি খাদ্য ও পানীয় কোম্পানি।

বাংলাদেশের খাদ্য ও পানীয় শিল্প ভোগ্যপণ্য ব্যবসায় একটি উল্লেখযোগ্য অবদানকারী এবং এই শিল্পে কর্মরত বিশেষজ্ঞরা তাদের মানসম্পন্ন পণ্য…
Read More

বাংলাদেশের সেরা ১০ টি শপিং মল

অবসরে ঘুরতে কার না ভালো লাগে! আর সেই ঘোরার জায়গাটি যদি হয় কেনাকাটার আখড়া তাহলে কিন্তু একের মধ্যে…
Read More
organic brand

বাংলাদেশের শীর্ষ ১০ টি অর্গানিক ব্র্যান্ড।

সাম্প্রতিক বছরগুলিতে, বাংলাদেশে অর্গানিক পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ গ্রাহকরা ক্রমবর্ধমানভাবে স্বাস্থ্যকর এবং আরও টেকসই পছন্দগুলিকে অগ্রাধিকার…
Read More
Top 10 mobile companies in the world

বিশ্বের সেরা ১০ টি মোবাইল কোম্পানি

বর্তমান সময়ে মানুষের চাহিদার সর্বপ্রথমে থাকা প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোন বা স্মার্টফোন৷ সময়ের সাথে পাল্লা দিয়ে মোবাইল ফোনের…
Read More
৭ টি হালাল ব্যবসা আইডিয়া

হালাল ব্যবসা সমূহ গুলো কি কি? হালাল ব্যবসার ফজিলত ও এর নিয়ম কানুন।

হালাল ব্যবসা নিয়ম এবং হালাল ভাবে অর্থ উপার্জনের উপায় সংক্রান্ত বিষয়ের আর্টিকেলে জানাবো বেশ কিছু পন্য ও সেবার…
Read More