এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং এর কৌশল যেখানে অনলাইন খুচরা বিক্রেতাদের দ্বারা তাদের অনলাইন প্রোডাক্ট বা পরিষেবা গুলো বিক্রি বা প্রচার করানোর জন্য এক্সটার্নাল ওয়েবসাইট ও ব্লগ মালিকদের এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কমিশন হিসেবে টাকা দেওয়া হয়। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এফিলিয়েট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। এফিলিয়েট মার্কেটিং ধারা খুব সহজে ঘরে বসে টাকা ইনকাম করা যায়।
এফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং হল কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো পণ্য বা সেবা বিক্রি করার জন্য বিক্রেতাকে যে কমিশন প্রদান করা হয় তাই এফিলিয়েট মার্কেটিং বলে। আর কমিশন পণ্যের মূল্য ওপর শতাংশ হারে নির্ধারণ করা হয়। সাধারণত ৫% – ৭০% পর্যন্ত কোম্পানির কমিশন দিয়ে থাকে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে সম্পূর্ণ এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বুঝিয়ে নেই। ধরুন আপনি Amazon.com এফিলিয়েট মার্কেটিং এর একটি অ্যাকাউন্ট তৈরি করলেন। সেখানে আপনি অ্যামাজন থেকে একটি টেলিভিশন বিক্রয়ের জন্য আপনি মার্কেটিং করতে চাইছেন। ধরা যাক টেলিভিশনের মূল্য ৩০০০০ টাকা। অ্যামাজন আপনাকে এই মূল্যের উপর ৫% হারে কমিশন দিবে সুতরাং ৩০০০০*৫% = ১৫০০ টাকা। আপনার এই ১৫০০ টাকা হবে আপনার আয়। মূলত এটি হল এফিলিয়েট মার্কেটিং।
এফিলিয়েট মার্কেটিং কত প্রকার?
এফিলিয়েট মার্কেটিং বিভিন্ন ধরণের হতে পারে৷ বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এফিলিয়েট অপশন থাকার পাশাপাশি নিজের কাছে থাকা ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ বা গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রাম পেইজ ইত্যাদি ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং করা যায়। এক্ষেত্রে আপনাকে অ্যামাজন, স্যানাপডিল ইত্যাদি এফিলিয়েটে নেটওয়ার্কের লিংক কালেক্ট করতে হবে। চলুন জেনে এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কতভাবে ইনকাম জেনারেট করা যায়ঃ–
ফেইসবুক মার্কেটিং
আমরা বর্তমানে ফেইসবুকের মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করে থাকি। এই মাধ্যমকে কাজে লাগিয়েও এ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। এক্ষেত্রে ফেইসবুকে থাকা বিভিন্ন ফ্রেন্ড, গ্রুপ মেম্বার, পেইজ মেম্বার সকলের সাথে আপনার রেফারেল লিংকটি শেয়ার করতে পারলে সেল জেনারেট হতে খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। তবে এই মার্কেটিংয়ের জন্য আপনার ফ্রেন্ডদের সংখ্যা বেশি হতে হবে।
সিপিএ মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিং এর এই শাখাটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মোটামুটি সহজেই সেল পাওয়া যায় বলে অনেকেই এই সেক্টরের দিকে ঝুঁকছে। কেননা এই সেক্টরে ক্লিক করা মাত্র আপনি একটা কমিশন পাবেন। সুতরাং বুঝতেই পারছেন, মোটামুটি এই সেক্টরটি নতুনদের ইনকাম জেনারেট করার জন্য তুলনামূলক সহজই বলা চলে। তবে এই সেক্টরে সৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
ইমেইল মার্কেটিং
এই ধরণেরএফিলিয়েট মার্কেটিংয়ের কাজ হলো বিভিন্ন দেশের ই-মেইল সংগ্রহ করে তা কোম্পানির সেলিংয়ের কাজে লাগানো। উদ্দেশ্য কোম্পানির বিভিন্ন আপডেট, অ্যাড ইত্যাদি ই-মেইলের মাধ্যমে প্রচার করা। আজকাল বিভিন্ন ফ্রিল্যান্সার সাইটে ই-মেইল সংগ্রহের কাজের বেশ প্রচলন শুরু হয়েছে। আপনিও চাইলে কাজটি করে স্বাবলম্বী হতে পারেন সহজেই।
ইউটিউব মার্কেটিং
বিভিন্ন পণ্যের ভিডিও রিভিউ করে আপনি ইউটিউবকে কাজে লাগিয়ে এফিলিয়েট মার্কেটিং টেকনিক ব্যবহার করে কোম্পানি প্রোডাক্ট বা সার্ভিস সেল করে দিতে পারেন। কোম্পানির পন্য বা সার্ভিস প্রচার করে প্রতি মাসে ভালো একটা টাকা আয় করা সম্ভব। কারণ বর্তমানে বাংলাদেশের হাজার হাজার মানুষ দিনের বেশ বড়সড় অংশ কাটিয়ে ফেলছে এই ইউটিউবের পেছনে। এতো বড় অংশের সামনে যখন মোটামুটি বেশকিছু সময় ধরে আপনার পণ্যের এড প্রচারিত হতে তখন তারা তা কিনতে বেশ আগ্রহ প্রকাশ করবে।
এফিলিয়েটে মার্কেটিং কেন করবো?
আপনি যদি এফিলিয়েট মার্কেটিং কাজ করেন, তবে আপনি নিজেই অনেককিছু শিখতে পারবেন। যা পরবর্তীতে আপনাকে নিজের একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরিতে সাহায্য করবে৷এফিলিয়েট মার্কেটিং করতে গিয়ে দেখবেন আপনার লেখালেখি করার প্রতি মোটামোটি দক্ষতা এবং আগ্রহ দু’টোই তৈরি হয়েছে। আপনি চাইলে এই দক্ষতাকে কাজে লাগিয়ে কনটেন্ট রাইটিংয়েরও কাজ শুরু করতে পারেন!
এই মার্কেটিং আপনাকে নিজের সাথে নিজের কমিটমেন্ট করাতে শেখাবে। Keyword Research, Market Analysis ইত্যাদির মতো জটিল কাজগুলি আপনার বেশ সহজ হবে। কাজগুলি শিখে আপনি চাইলে মার্কেটপ্লেসেও কাজ শুরু করতে পারেন। কেননা বর্তমানে মার্কেট রিসার্চ, কম্পিটিশন, কীওয়ার্ড ইত্যাদি বিষয়ের চাহিদা দিনকে দিন বাড়ছে। অনলাইনে অবশ্যই প্রফিট করার জন্য আপনার অভিজ্ঞতা দরকার হয়। সুতরাং আপনার এই সময় দেওয়ার ব্যাপারটি কখনোই বৃথা যাবে না। কারণ এই সময় দিতে দিতে আপনি নিজের স্কিল বাড়াচ্ছেন, অভিজ্ঞতা অর্জন করছেন, নতুন কিছু শিখতে পারছেন!
মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো?
যাদের কোনো ল্যাপটপ নেই তারাও মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন ইউটিউব ভিডিওকে শিক্ষক হিসেবে ব্যবহার করতে পারেন। ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম এসব সোশ্যাল মিডিয়া আজকাল মোবাইলের মাধ্যমেই ব্যবহার করা যায়। আপনার কাজ হবে যেকোনো একটি বিশ্বস্ত এ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক সিলেক্ট করে তার লিংক কালেক্ট করে এসব সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সেক্টরে শেয়ার করা এবং সেল জেনারেট করা৷
ফেসবুকে এ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো?
বর্তমান সময়ে করোনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মানুষ ফেইসবুকেই সময় কাটাতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছে। এই সুযোগ আপনিও কাজে লাগাতে পারেন। আপনার কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি ভালো হলে ফেইসবুকে আপনি নিশ্চিন্তে সময় দিতে পারেন। সেল আসবেই! তবে এক্ষেত্রে আপনাকে প্রফেশনাল হতে হবে। একটি প্রফেশনাল পেইজ, গ্রুপ, আইডিকে আপনার সেলিংয়ের হাতিয়ার মনে করে কাজ করতে হবে। কোনো অস্ত্র যখন নিয়মিত ব্যবহার করা হয় তখন তা সচল থাকে।
ফেইসবুক এ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপনাকে এই রীতি অনুসরণ করতে হবে। নিয়মিত পেইজ, গ্রুপ এবং আইডিতে এক্টিভ থাকতে হবে। প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন হেল্পফুল কন্টেন্ট আপলোড করতে হবে। নিয়মিতভাবে গ্রাহকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। বারবার প্রোডাক্ট কেনার কথা সরাসরি না বলে তা টেকনিক্যালি বলার চেষ্টা করতে হবে। নতুনবা গ্রাহক বিরক্ত হয়ে ব্লকও করে দিতে পারে! সুতরাং সাবধান! বেশি চালাকি করে নিজের ক্ষতি করা যাবে না! আগেই বলেছি এ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ধৈর্য লাগে!
এ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা কি কি?
বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে ইনকাম জেনারেট করার জনপ্রিয় উপায় হওয়ায় অনেকেই এই প্রফেশনের দিকে ঝুঁকছে! শুধুই কি জনপ্রিয়তার খাতিরে ঝুঁকছে? নাকি অন্য কোনো সুবিধা রয়েছে? হ্যাঁ! এছাড়াও অনেক সুবিধা রয়েছে এই সেক্টরে!
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে ইনকাম করা যায় বলে আপনাকে অফিসে অফিসে দৌঁড়িয়ে দৌঁড়িয়ে শক্তি খরচ করতে হবে না। পাশাপাশি নিজের ইচ্ছে মতো কাজ করা যায় বলে যেকোনো সময়ে বসে কাজটি সেরে ফেলা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য নিজের কোনো প্রোডাক্টের প্রয়োজন পড়ে না বলে প্রোডাক্ট কিনে স্টক করার মতো ঝামেলায় পড়তে হয় না। ফলে মার্কেটারকে কোনো টাকা পয়সা বিনিয়োগ বা ইনভেস্ট করতে হয় না! এই সেক্টরে চাইলে আপনি ফুলটাইমার হিসেবেও কাজ করতে পারেন! আবার চাইলে পার্ট টাইম কাজ হিসেবে এই সেক্টরে প্রবেশ করতে পারেন। ইচ্ছে মতো ইনকামের পরিমাণ তো থাকছেই!এ্যাফিলিয়েট মার্কেটিং সেক্টরে ধৈর্য্য ধরে কাজ করতে পারলে সফলতা নিশ্চিত। কারণ এই সেক্টরে ইনকাম শুরু করতে অনেক দিন পর্যন্ত এর পিছনে লেগে থাকতে হয়। সেই মানসিকতা রেখে কাজে নেমে পড়ুন আজই! আশা করি সফল হবেন!
এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সাইট
এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চাইলে আপনাকে প্রোগ্রাম সাইট সম্পর্কে জানতে হবে । আর এটি করার জন্য বহু সাইট রয়েছে। তবে বেশ কিছু জনপ্রিয় এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সাইট রয়েছে। এই সাইট গুলো সেক্টর অনুসাথে হয়ে থাকে। যেমনঃ ওয়েব হস্তিং সাইটে ই-কমার্স জাতীয় সেবা থাকবে না।নিম্নের সেক্টর অনুসারে এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সাইট গুলো দেয়া হলো-
E-commerce Affiliate program Site
- eBay
- Etsy
- Amazon Associates
- Daraz
- Alibaba
- Evaly
Best Web hosting affiliate program Site
- GoDaddy
- WP Engine
- FlyWheel
- Liquid Web
- Cloudways
- NameCheap
- GreenGeeks
- Hostinger
- HostGator
- Dreamhost
Financial affiliate program Site
- FreshBooks
- TurboTax
- Quickbooks
- TransUnion
- NetQuote
- Liberty Mutual
- Equifax
- Commission Soup
- Credit.com
- Bankaffiliates.com
Online job Affiliate Program Site
- CreativeLive
- Survey Junkie
- Contena
- SolidGigs
- FlexJobs
- 100percentpure
- Dick’s Sporting Goods
- Nordstrom
- Travelpayouts
- TripAdvisor
- DIY.org
- Logitech
Marketing & blogging affiliate program Site
- Bonsai
- Affluent
- Interact
- SEMRush
- Elementor
- OptimizePress
- Adobe
- LeadPages
- Instapage
- BigCommerce
- Shopify
- AWeber
- HubSpot
- Buzzsprout
- Thinkific
- Podia
- Teachable
- ConvertKit
Beauty and Glamour affiliate program Site
- Ulta beauty
- Sephora
- L’Occitane en Provence
- BH Cosmetics
- BeautyTap
- Avon
- Madison Reed
Fitness affiliate program Site
- TRX Training
- ProForm
- Life Fitness
- Bowflex
- Ace Fitness
- Bodybuilding.com
Fashion affiliate program Site
- Warby Parker
- True religion
- Stitch Fix
- Newchic
- MVMT Watches
- ModCloth
- Lane Byrant
- JNCO Jeans
- H&M
- Eddie Bauer
Music affiliate program Site
- zZounds
- Singorama
- Sam Ash
- Musician’s Friend
- Guitar Center
Gaming Affiliate program Site
- Twitch
- Gamefly
- G2Deal
- Fanatical
- Astro Gaming
Recurring Affiliate program Site
- ClickFunnels
- SpyFu
- NinjaOutreach
- Elegant themes
- PromoRepublic
- Teachable
- amoCRM
- Moosend
- Pabbly
- Stencil
Virtual Private Network (VPN) Affiliate program Site
- IP Vanish
- PureVPN
- StrongVPN
- NordVPN
- ExpressVPN
- Surf Shark
Website affiliate program Site
- Site123
- 3dcart
- Sellfy
- ReferralCandy
- Weebly
- ClickMeter
- Wix