মানুষ হিসেবে আমরা আমাদের জীবনে ছোট বড় কত বোকামি না করে থাকি । তাছাড়া, প্রত্যেক মানুষ দৈনিক অন্তত পাঁচ মিনিটের জন্য নেহাত বোকা হয়ে যায় । জীবনে ছোট ছোট বোকামি গুলো আমাদের অনেক কিছু জানাই, শিখাই ও বুঝাই । যেমন – স্কুল লাইফের বোকামি গুলি ?
স্কুল লাইফে আমরা কিছু কিছু বোকামি করে থাকি যা পরর্বতীতে আমাদের জীবনের উদ্দ্যেশ হয়ে দাঁড়ায় । আবার, আমাদের জীবনের বোকামি গুলির মধ্য স্কুল লাইফের বোকামি গুলি সব থেকে স্মরনীয় হয়ে থাকে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা আমাদের স্কুল লাইফে কি কি বোকামি গুলি করেছি ? বা কখনো কি ভেবে দেখেছি যে, সেই বোকামি গুলো এখন আমাদের জীবনের লক্ষ্য বা out income হয়ে দাড়িয়েছে ।
তাহলে, চলুন যেনে নেওয়া যাক আমাদের সেই স্কুল লাইফের বোকামি গুলি কীভাবে আমাদের জীবনের লক্ষ্য বা out income হয়ে দাড়িয়েছে ।
স্কুল লাইফ এর বোকামি গুলো ছিল : স্যার কিছু পড়ানোর সময় স্যারের চোখ ফাঁকি দিয়ে চিত্রা অঙ্কন করা, শ্রেণি কক্ষে ফাঁকি দিয়ে মাঠে যেয়ে ফুটবল, ক্রিকেট ,বলিবল ও নানা রকম খেলাধুলা করা, শ্রেণি কক্ষে বাদ দিয়ে লাইব্রেরিতে যেয়ে বই পড়া, কম্পিউটার ল্যাবে যেয়ে গেম খেলা, পড়া পারিনা বলে লুকিয়ে আর্ট ক্লাসে যেয়ে আর্ট করা ইত্যাদি ।
- বাংলাদেশের শীর্ষ ১০টি সফটওয়্যার কোম্পানি।
- ১০ টি খাবার যা বিড়ালকে জন্য হতে পারে ক্ষতিকর ?
- বাংলাদেশের শীর্ষ ১০ টি অনলাইন খাদ্য বিতরণ পরিষেবা ।
- বাংলাদেশের শীর্ষ ১০ টি ই-লার্নিং ওয়েবসাইট এবং শিক্ষামূলক অ্যাপ
- সেরা ১০টি বাংলাদেশী খাবার
স্কুল লাইফ এ যা যা কাজ বা বোকামি গুলো করেছি সে বোকামি গুলো আমাদের লাইফ এ অনেক কাজে লেগেছে। যখন আমরা এই বোকামি গুলো করতাম তখন কিন্তু ভাবতাম না এই বোকামি গুলো আমাদের একটা সময় লক্ষ্য বা আউট ইনকাম হয়ে দাঁড়াবে । তখন আমরা এই বোকামি গুলো করতাম অকারণে বা কোনো কিছু ভালো লাগতো না বলে, তখন জানতাম ও না এই কাজ গুলি বোকামি লেভেলের ছিল । আর আমরা কখনোই চিন্তাই করিনি যে, এই বোকামি গুলি আমাদের জীবনের লক্ষ্য বা out income হয়ে দাঁড়াবে ।
এখন হয়তো অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে যে, চিত্রা অঙ্কন, খেলাধুলা এবং বই পড়ে কীভাবে টাকা বা অর্থ উপার্জন করা যায় ।
ধরুন , চিত্রা অঙ্কন বা আর্ট – তো আমরা আমাদের স্কুল লাইফে আমাদের মনের আনন্দে করেছিলাম। আমরা যদি খুব ভালো আর্ট করতে পারি, তাহলে আমরা সেই কাজ গুলি আমাদের মোবাইল ফোনে বিভিন্ন App মাধ্যমে প্রথমে চেষ্টা করতে পারি যেমন – flipaclip app এর দ্বারা । এছাড়াও, canva app দিয়ে যেকোনো ধরনের design করতে পারি। Illustrator, power point দ্বারা graphics design ভালো ভাবে শিক্ষতে পারলে আমাদের টাকা income করতে কোন সমস্যা হবে না ।
খেলাধুলা – খুব ভালো খেলাধুলা পারলে বা খেলাধুলা দ্বারা কিছু করতে চাইলে আমরা যদি সে ভাবে খেলাধুলা করি, তাহলে ভবিষ্যৎ হয়তো জাতীয় দল হয়েও খেলতে পারি ।
Online Game – বর্তমানে, অনেকেই কম্পিউটার গেস দ্বারা টাকা income করছে বা Web site এ লেখালেখি করে । তাছাড়া, online game তৈরি করে টাকা income করা যায়। Graphics Design, programme এর কাজ করেও বর্তমানে প্রচুর অর্থ উপার্জন করা যায় ।
লাইব্রেরিতে যেয়ে বই পড়া – ”যে বই পড়তে জানে, সেই বই লিখতে জানে ” । স্কুল লাইফ এ যখন ক্লাস ফাঁকি দিয়ে লাইব্রেরিতে যেয়ে বই পড়তাম তখন জানতাম না এটি ও যে কাজে লাগতে পারে বা out income এর একটি সোর্স হতে পারে । কারণ, বর্তমানে বই লেখার পাশাপাশি বিভিন্ন web site লেখা লেখি করেও অর্থ উপার্জন করা যায় ।
এছাড়াও, আমাদের স্কুল লাইফ ছাড়াও আমাদের জীবনে যে বোকামি গুলি করেছি সেগুলিও আমাদের জীবনের লক্ষ্য বা অর্থ উপার্জন করতে সাহায্য করবে বলে আমি মনে করি যদি আমরা সেই কাজ গুলি সটিক ভাবে করি ।