চা শব্দটির সাথে আমরা অনেকেই বেশ পরিচিত। শুধু যে আজকের দিনেই চা শব্দটির সাথে পরিচিত তা কিন্তুু না অনেক আগে থেকেই গ্রামে, শহরে-বন্দরে চা শব্দটি প্রচলন হয়ে আসছে। চা বলতে আমরা সচারাচর সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বুঝি। এই চা কয়েকটি ধাপের মাধ্যমে আমাদের হাতে এসে থাকে- এর সংক্ষিপ্ত উদাহরণ হচ্ছে – প্রথমত চা গাছ থেকে কচি চা পাতা নিয়ে তা শুকিয়ে চা পাতা সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে তা প্যাকেজিং করে আমাদের হাতে পৌঁছে থাকে। আর সেটি আমরা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে চা তৈরি করে থাকি।
চা’য়ের ইতিহাস ও প্রকারভেদ
চা’য়ের ইতিহাস
সর্বপ্রথম ১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। তারপর ভারতবর্ষে এর চাষ শুরু হয় ১৮১৮ খ্রিষ্টাব্দে। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা বাংলাদেশে সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা-চাষ।চা শিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শিল্প। চা নিয়ে চীন, কোরিয়া, জাপানে অসংখ্য কাব্য আছে, সাহিত্য ও রচনা রয়েছে। চা নিয়ে ট্যাঙ ডাইনেস্টির লু হু’র বিখ্যাত একটি বইও আছে যা সপ্তম শতাব্দীতে রচিত হয়।
- করোনা সম্পর্কিত যে পাঁচটি তথ্য জেনে আপনি অবাক হতে পারেন! – Unknown facts about COVID 19
- খাবেন আপনি হজম করবে ব্যাকটেরিয়া – Gut Bacteria
- বংশগতির ধারক ও বাহক – Chromosome
- আপনার আর টম ক্রুজের বা জ্যাকি চ্যান এর মধ্যে মিল ৯৯.৯%! – Human Genome
- কফি সম্পর্কিত কিছু মজার তথ্য- Interesting Facts related to Coffee
চায়ের প্রকারভেদ
দুধ চা ও রং বা লাল চা বাদে আরো কিছু সুস্বাদু চা রয়েছে।তুলসী ও মধুর চা, লবঙ্গ চা, কালোজিরা ও গোলমরিচের চা, মশলা চা, তন্দুরী চা, মালাই চা, চকলেট চা, গ্রিন টি বা চা, অপরাজিতা চা, ওলং টি বা চা, হার্বাল চা, বাটার চা, কাশ্মীরি কাহয়া, গোলাপি বা নুন চা, বাদাম চা
বিশ্বের কয়েকটি দামী চা
- ডা-হোং পাও টি, চীন – প্রতি কেজি ১২ লাখ ডলার। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামী চা।
- পাণ্ডা ডাং টি, চীন – প্রতি কেজি প্রায় ৭০ হাজার ডলার।
- ইয়েলো গোল্ড টি বাডস, সিঙ্গাপুর -প্রতি কেজি প্রায় ৮০০০ ডলার।
- ভিনটেজ নার্সিসাস, চীন – প্রতি কেজি ৩,২৫০ ডলার।
- সিলভার টিপস ইমপেরিয়াল টি, দার্জিলিং – প্রতি কেজি ১৮৫০ ডলার।
বাংলাদেশের সবচেয়ে দামি চা
গোল্ডেন বেঙ্গল টি, বাংলাদেশ – (প্রস্তাবিত) – যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ তাদের উৎপাদিত ‘গোল্ডেন বেঙ্গল টি’ নামের বিশেষ চা-য়ের মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ১৪ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। ২০২২ সালের মে মাস নাগাদ তারা এই চা বাজারে আনার ঘোষণা দিয়েছে। সিলেটে এই চায়ের চা বাগান করা হচ্ছে। এই চা বাজারে আসলে এটি হবে বিশ্বের সবচেয়ে দামী চা।
- করোনা সম্পর্কিত যে পাঁচটি তথ্য জেনে আপনি অবাক হতে পারেন! – Unknown facts about COVID 19
- খাবেন আপনি হজম করবে ব্যাকটেরিয়া – Gut Bacteria
- বংশগতির ধারক ও বাহক – Chromosome
- আপনার আর টম ক্রুজের বা জ্যাকি চ্যান এর মধ্যে মিল ৯৯.৯%! – Human Genome
- কফি সম্পর্কিত কিছু মজার তথ্য- Interesting Facts related to Coffee
কেন কফির থেকে চা এর চাহিদা বেশি?
বিশ্বের সবচেয়ে জনবহুল দু’টি দেশ- ভারত আর চীন- কফির চেয়ে চা’কেই বেশি প্রাধান্য দেয়। অ্যামেরিকা আর ইউরোপের মূল ভূখণ্ডে কফি জনপ্রিয়; তবে এশিয়া মহাদেশের অধিকাংশ অঞ্চলে আর সাবেক সোভিয়েত ইউনিয়নে চা’ই এখনো বেশি সমাদৃত। ভূগোলবিদ ডেভিড গ্রিগ তাঁর ২০০৬ সালে প্রকাশিত এক প্রকাশনায় উল্লেখ করেন যে চা ও কফির এই দ্বন্দ্ব মেটাতে ওজন দিয়ে নয়, কত কাপ চা বা কফি পান করা হলো সেই বিবেচনায় হিসেব করা প্রয়োজন।তুলনাটা করা উচিত কত লিটার চা বা কফি পান করা হলো সেই হিসেবে।
কারণ ওজনের হিসেবে প্রতিবছর পৃথিবীতে যেই পরিমাণ চা পান করা হয় তার চেয়ে প্রায় ৮০% বেশি কফি পান করা হয়।কিন্তু এক কাপ চা বানাতে ২ গ্রামের মত চা-পাতা প্রয়োজন হলেও, এক কাপ কফি বানাতে প্রায় ১০ গ্রাম কফি বীজ প্রয়োজন হয়।এই হিসেব অনুসারে, “এক কাপ কফির সমানুপাতিক হতে পারে তিন কাপ চা।”
- ১০ টি খাবার যা বিড়ালকে জন্য হতে পারে ক্ষতিকর ?
- ৫ টি উপায়ে ত্বকের উজ্জ্বল বৃদ্ধি করার উপায়।
- আপনার আর টম ক্রুজের বা জ্যাকি চ্যান এর মধ্যে মিল ৯৯.৯%! – Human Genome
- আমরা আমাদের জীবনের দুশ্চিন্তা গুলি আমরা কীভাবে জয় করতে পারি ।
- ইতিবাচক প্যারেন্টিং ও এর গুরুত্ব-Positive Parenting and it’s Important
কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায় কেন?
কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু কেন হয়? কেন লাল, নীল, সাদা অর্থাৎ কালো ছাড়া অন্য রং এর কাপে কেন চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায় না? কালো রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার প্রধান কারণ হচ্ছে –কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি। আমরা জানি, তাপ সব সময় উচ্চ তাপয়ে অবস্থা থেকে নিম্ন তাপয়ের অবস্থায় স্থানান্তরিত হয়। এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপের অবস্থা থাকে। তাই তা দ্রুত তাপ শোষণ করে নেয় এবং চা তাপ বিকিরণ করে তাই চা ঠান্ডা হয়ে যায়।
লেখক : খাদিজা আক্তার লাবনী। S.S.C পরীক্ষার্থী।বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ সাভার , ঢাকা।