ত্বকে চন্দনের উপকারকিতা ও এর বহুবিধ ব্যবহার।

0 Shares
0
0
0

প্রাচীন সময় থেকেই চন্দন ত্বকের যত্নে ব্যবহার হয়ে এসেছে। যেমন, হলুদের ব্যবহার হয়েছে। ঠিক তেমনই চন্দনের ব্যবহার হতো। চন্দন প্রাচীনকাল থেকে রূপ চর্চায় ব্যবহার হত এবং এখনো হয়ে থাকে।  চিকিৎসার ক্ষেত্রেও চন্দনের ব্যবহার  করা হতো। মাথা যন্ত্রণা কমানো থেকে শুরু করে ব্রণর সমস্যা কমানো, নানা কাজেই চন্দনকে ব্যবহার করা হয়েছে। চন্দন গাছ সাধারণত তিন প্রকারের  চন্দন পাওয়া যায়।  যথা – দা চন্দন বা শ্বেতচন্দন, রক্ত চন্দন বা লাল চন্দন, পিত চন্দন/হরিচন্দন – পীতবর্নজ সুগন্ধ কাষ্ঠবিশেষ।

চন্দনের শ্বেত চন্দন ও চন্দন কাঠের উপকারিতাঃ-

শ্বেতচন্দন গাছ থেকে তেল, প্রসাধনী,ঔষধ ও দামী আতর, ধুপ, সাবান, পাউডার, আতর, ক্রিম, দাত মাজার পেষ্ট তৈরিতে ব্যবহার করে তৈরি করা হয়। অনেক হোমেওপ্যাথি ঔষধ আছে যাতে চন্দনের ব্যবহার হয়। নারীদের অনেক জটিল গোপন রোগ শ্বেত চন্দন।

আসল চন্দন কাঠ চেনার উপায়ঃ-

বাজারে আসল শ্বেত চন্দন পাওয়া কঠিন। বেশির ভাগ সময়ে আমরা যে চন্দনকাঠ কিনি তা নকল। ভেজাল চন্দন কাঠে একটি নরম স্তর দেওয়া থাকে। পেয়ারা কাঠও অনেক সময় চন্দনের সুগন্ধি মেশানো থাকে। কিছুদিন পরই কোনো সুঘ্রাণ থাকেনা। তাই চন্দন কাঠ কেনার আগে ছুরি বা ব্লেড দিয়ে চন্দন কাঠের গায়ে আঁচড় দিয়ে দেখুন। চন্দন কাঠ আসল হলে এটা হাতে নেয়ার সঙ্গে সঙ্গেই আপনার হাত মিষ্টি সুগন্ধ হয়ে যাবে। আসল চন্দন কাঠ শুধু আপনার হাতেই নয়, আপনার স্থানের চারপাশ তখন সুগন্ধিতে ভরিয়ে দেবে। প্রকৃত চন্দন কাঠের গন্ধ কয়েক দশক ধরে স্থায়ী হয়। এই কাঠ সাধারণত ভারী, হলুদ, এবং হালকা খসখসে হয়। চন্দন পাওয়া যায় চীন, ভারত  ও বাংলাদেশে (পাহাড়ি অঞ্চলে),  ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি। চন্দন ত্বকের জন্যে এতটাই লভালো যে, নানা বিউটি প্রোডাক্টেও ব্যবহার করা হয়। ফেসওয়াশে বা ক্রিমে ব্যবহার করা হয় এই চন্দন।

চন্দনের কিছু ক্রিম যা ত্বককে স্থায়ী ভাবে ফর্সা হতে সাহায্য করেঃ-

  • Haldi chandan fairness cream
  • মমতাজ অল পারপাস চন্দন
  • aloe fainess cream
  • Ayurvedic haldi chandan trio

চন্দনের কিছু serum ত্বক মসৃণ করতে, ত্বকের আবছা ভাব দূর করতে সাহায্য করেঃ-

  • Arish bio natural papya chandan glow serum
  • Namyaa intimate lighting serum  (chemical, hypoallergenic, odor and cruelty free) for all skin kinds
  • kalaamb haldi chandan facial serum
  • ayushoppee niacinamide chandan serum
  • ayuga 3% chandana face serum

চন্দনের কিছু ফেসওয়্যাশ যা ত্বককে স্থায়ী ভাবে ফর্সা হতে সাহায্য করেঃ-

  • Jvon Haldi chandan fairness Facewash
  • Lavenour kesar chandan fairness facewash
  • Aloe chandan facewash
  • Vlcc ayurveda chandan and kesar fairness facewash

এছাড়াও চন্দনের সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন নিজের ফেসপ্যাক । আর তা বেশ উপকার দেবে আপনাকে। চন্দন যে ত্বকের জন্য খুবই উপকারী, তা একাধিক গবেষণাতেই উঠে এসেছে। গবেষণায় উল্লেখ করা হয়েছে, ত্বক ভালো রাখার জন্য প্রয়োজনীয় উপাদান এই চন্দনে আছে।  চন্দনের সাথে কিছু উপাদান মিশিয়ে নিলে ত্বকের উজ্জ্বলতা, ব্রণ এর সমস্যা দূর করতে,ত্বক মসৃণ করতে, ত্বকের আবছা ভাব দূর করতে সাহায্য করে।

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্নে চন্দনের বহুবিধ ব্যবহারঃ-

হলুদ এবং চন্দনঃ হলুদ এবং চন্দন, এই দুই উপাদানই ত্বকের জন্য খুব ভালো।  যা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। এক টেবিল চামচ চন্দন গুঁড়ো, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ মধু নিন। একটি পাত্রে ভালো করে মিশিয়ে তার সঙ্গে গোলাপ জল মেশান। ঘন পেস্ট তৈরি করে সেটা মুখে ভালো করে লাগিয়ে নিন। ঘাড়ে ও গলায় লাগিয়ে নিতে পারি।  ফেস প্যাক শুকানো পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।  অ্যাকনের সমস্যা কমবে। ব্ল্যাকহেডসের সমস্যা কমবে। মুখের প্রাকৃতিক জেল্লা বজায় রাখতে সাহায্য করে ।

চন্দন ও দুধঃ শুষ্ক ত্বকের জন্য চন্দন ও দুধ এর ফেস প্যাক খুব  উপকারি উপাদান। এক টেবিল চামচ চন্দন গুঁড়ো,পরিমান মত দুধ (raw milk)নিন । ঘন পেস্ট বা পাতলা পেস্ট  তৈরি করে সেটা মুখে ভালো করে লাগিয়ে নিন। ঘাড়ে ও গলায় লাগিয়ে নিতে পারি।  ফেস প্যাক শুকানো পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। শুষ্ক ত্বকের মসৃণতা আনতে সাহায্য করে।

চন্দন  ও অ্যালভেরাঃ ত্বৈলাক্ত ত্বকের জন্য কার্যকারী উপাদান। এক টেবিল চামচ চন্দন গুঁড়ো,এক টেবিল চামচ অ্যালভেরা জেল  ও গোলাপ জল নিন ঘন পেস্ট তৈরি করে সেটা মুখে ভালো করে লাগিয়ে নিন। ঘাড়ে ও গলায় লাগিয়ে নিতে পারি।  ফেস প্যাক শুকানো পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বৈলাক্ত ভাব দূর করতে, ব্ল্যাকহেডসের সমস্যা কমবে। মুখের প্রাকৃতিক জেল্লা বজায় রাখতে সাহায্য করে।

চন্দন ও কমলার ছালঃ ১ চা চামচ চন্দন গুঁড়ো, ১ চা চামচ কমলার ছালের পেস্ট ও ১/২ চা চামচ গোলাপজল একত্রে মিশিয়ে প্যাকটি বানিয়ে ফেলুন। মুখে-গলায় মেখে ২০ মিঃ পর ধুয়ে ফেলুন। স্কিনের গ্লো বাড়াতে এই প্যাকটি সাহায্য করে।

চন্দন, টমেটো রস ও মুলতানি মাটিঃ ১/২ চা চামচ চন্দন গুঁড়ো, ১/২ চা চামচ টমেটো রস, ১/২ চা চামচ মুলতানি মাটি ও সামান্য গোলাপজল মিশিয়ে প্যাকটি মুখে-গলায় লাগিয়ে ১৫ মিঃ রেখে শুকিয়ে যাওয়ার পর বরফ পানিতে তুলো ভিজিয়ে নিয়ে মুছে মুখ-গলা পরিষ্কার করুন। মুখের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে এই প্যাক খুবই কার্যকরী।

চন্দন, নারকেল তেল ও আমন্ড তেলঃ ১ চা চামচ চন্দন গুঁড়ো, ১/৪ চা চামচ নারকেল তেল, ১/৪ চা চামচ আমন্ড অয়েল ও সামান্য গোলাপ জল মিশেয়ে প্যাকটি বানিয়ে নিন। এরপর গলায়-মুখে প্যাকটি লাগিয়ে রাখুন ২০ মিঃ এবং এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে ময়েশ্চার ফিরিয়ে আনে এই প্যাক।

চন্দন ও গোলাপ জলঃ ত্বককে আদ্র রাখতে এই প্যাকটি দারুণ কাজে করে। ।চন্দন পাউডারে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে প্রতিদিন নিয়ম করে মুখে লাগান। তাহলেই দেখা যাবে যে ত্বকের উজ্জলতা  আসবে।

চন্দন ও নিমঃ নিম পাউডারের সঙ্গে চন্দন পাউডার এবং পানি মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। তারপর ধীরে ধীরে লাগান। যা ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।

চন্দন, শশা, ও সাদা দইঃ ত্বকের রোদে পোড়া দাগ দূর করার জন্য এই ফেস প্যাক উপকারি।  চন্দন গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ শসার রস ও দই মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক ঝলমল করতে সাহায্য করে।

চন্দন ও লেবুঃ তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস ও চন্দন গুঁড়া মিশিয়ে ব্যবহার করতে হবে। লেবুর রস ও চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে মুখের ত্বকে ম্যাসাজ করে ৮-১০ মিনিট রেখে দিতে হবে। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এতে করে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যা অনেকখানি কমে আসতে সাহায্য করে।

চন্দন ও পাকা পেঁপেঃ ত্বকের গভীর থেকে পরিষ্কার করতে এবং ত্বকের মরা চামড়া ভালোভাবে তুলে ফেলতে চাইলে চন্দনের ফেসপ্যাক ব্যবহার করতে হবে। এর জন্য এক টেবিল চামচ চন্দন গুঁড়া, দুই টেবিল চামচ পাকা পেঁপে  রস একসাথে মিশিয়ে পুরো মুখে ৫-৮ মিনিট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ শেষে ১৫ মিনিট অপেক্ষা করে মুখের ত্বক ধুয়ে নিতে হবে।

রুপচর্চায় চন্দন একটি ম্যাজিকাল উপাদান। ত্বকের নানাবিধ সমস্যার সমাধান করতে পারে এই এক চন্দন। তবে অবশ্যই নিজের ত্বকের ধরন বুঝে অন্যান্য উপাদান মিশিয়ে এই চন্দন ব্যবহার করতে হবে।

0 Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

জানুন মাসিকের সময় কি করবেন ও কি করবেন না।

মাসিক এটা নারীদের একটি স্বাভাবিক বিষয়। প্রত্যেক নারী প্রতিমাসে যোনিপথ দিয়ে যে রক্তস্রাব হয় তাকে ঋতুস্রাব বা মাসিক…
Read More
how-can-we-overcome-lifes-worries

আমরা  আমাদের  জীবনের দুশ্চিন্তা গুলি আমরা কীভাবে জয় করতে পারি ।

এই পৃথীবিতে এমন কোন মানুষ পাওয়া যাবে না , যার কোনো দুশ্চিন্তা নেই। তবে, অতিরিক্ত দুশ্চিন্তা করা মানুষের…
Read More
5 ways to increase skin radiance.

৫ টি উপায়ে ত্বকের উজ্জ্বল বৃদ্ধি করার উপায়।

বাড়ি থেকে কাজ করার এবং মুখোশ পরার এক বছরেরও বেশি সময় পরে, আমরা আমাদের মেকআপ ব্যাগগুলিকে কিছুটা ঠান্ডা…
Read More
coronavirus

করোনা সম্পর্কিত যে পাঁচটি তথ্য জেনে আপনি অবাক হতে পারেন! – Unknown facts about COVID 19

কোভিড ১৯ নিয়ে আমরা নুতন কিছু প্রতিনিয়ত জানছি, চেষ্টা করছি এর থেকে কিভাবে বের হয়ে আসা যায়। বৈশ্বিক…
Read More
blood-pressure

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ১০ টি ঘরোয়া উপায়-Natural ways to control Hypertension

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার বা হাইপারটেনশন একটি অতি পরিচিত রোগ। সময়মত রোগ নির্ণয় ও চিকিৎসা করা…
Read More