গ্রফিক্স ডিজাইন কি? এর বর্তমান ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্ভবনা।

0 Shares
0
0
0

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারণ ও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনরা। ব্যানার, পোষ্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো, টেলিভিশন কমার্শিয়াল, ইত্যাদির সবকিছুই গ্রাফিক্স ডিজাইন এর কাজের ভেতরে পড়ে।এসব কারণেয় গ্রাফিক্স ডিজাইন-এর গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে। তাই আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে অবশ্যই এটি আপনার জীবনে নেওয়া অন্যতম একটা ফলপ্রসূ সিদ্ধান্ত হতে পারে।

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো একটা কনসেপ্ট বা ধারণাকে ছবি, ডিজাইন, শিল্প আর সৃজনশীলতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা। গ্রাফিক ডিজাইন বলতে আমরা অনেকে হয়তো বুঝি লোগো তৈরী করা কিংবা ওয়েবসাইট ডিজাইন করা।

মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক্স ডিজাইনের আওতায়। গার্মেন্টস সেক্টর তার মধ্যে অন্যতম। গার্মেন্টস খাতের যেকোনো পণ্য তৈরি করার আগে এর ডিজাইন করতে হয়।আর আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী বিখ্যাত। তাই এ খাতে কাজ করতে পারলে সেটি আপনার ক্যারিয়ারের জন্য খুবই উপকারী হবে।আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজের সুযোগ পাবেন যদি দক্ষ ডিজাইনার হতে পারেন। পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন।এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে এই ডিজাইনিং প্রয়োজন হয়।

গ্রাফিক্স ডিজাইন কত ভাগে বিভক্ত ?

গ্রাফিক্স ডিজাইন ২টা ভাগে বিভক্ত

  • স্টিল ইমেজ গ্রাফিক্স
  • মোশান গ্রাফিক্স

স্টিল ইমেজ গ্রাফিক্স

পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ফেস্টুন ডিজাইন ইত্যাদি। এই ধরণের ইমেজ বা ছবিকে স্টিল পিকচার / স্টিল ইমেজ স্টিল গ্রাফিক্স বলা হয়। স্টিল ইমেজ গ্রাফিক্স আবার ৩ ভাগে বিভক্ত

  • রাস্টার ইমেজ(পিক্সেল বেসিস)
  • ভেক্টর ইমেজ(পিক্সেল ইন্ডিপেন্ডেন্ট)
  • টাইপোগ্রাফি

মোশান গ্রাফিক্স

কোন ফিল্ম দেখার আগে আমরা যে টাইটেল এনিমেশন দেখি বা টিভি তে কোন সিরিয়াল দেখার আগে যে সেই সিরিয়ালটির নাম এর এনিমেশন দেখি অথবা ওয়েব সাইট এর ব্যানারে যখন কোন নাম ঘুরতে ঘুরতে সামনে আসে এইগুলো কেই মোশন গ্রাফিক্স বলে।মোশান গ্রাফিক্স প্রধানত ২ প্রকার

  • এনিমেশান গ্রাফিক্স
  • ভিডিও গ্রাফিক্স

অনেকেই এনিমেশানকে গ্রাফিক্সের অন্তর্ভুক্ত মনে করেন না।কারন এনিমেশান হচ্ছে Create something from nothing অন্যদিকে গ্রাফিক্সের জন্যে কিছু না কিছু স্টক লাগেই।তবে বর্তমানে এনিমেশান বা ভিডিও গ্রাফিক্স এটাকেও গ্রাফিক্সের অন্তর্ভুক্ত ধরা হচ্ছে।এটা মুলত ২ ধরনের হয় 2D আর 3D।বর্তমানে 3D এনিমেশানের চাহিদা দিন দিন বাড়ছে।ভিডিও গ্রাফিক্স নিয়ে অনেক কিছুই করা যায়।মুলত টিভির বিজ্ঞাপনের কাজ করাই এর প্রধান কাজ।এর মধ্যেই আছে ইনফো গ্রাফিক্স আর আর সিনেমাটোগ্রাফি।

গ্রাফিক ডিজাইন শিখবেন যে ৭ টি কারণে

প্রযুক্তিনির্ভর আমাদের পৃথিবীর সাথে গ্রাফিক ডিজাইন একদম ওতোপ্রোতভাবে জড়িয়ে গেছে। অনলাইনে যত এডভারটাইজমেন্ট দেখি, সুপারশপের লোগো থেকে স্কুলের বার্ষিক ম্যাগাজিন- সবকিছুতেই আছে গ্রাফিক ডিজাইন। এমনকি তোমার প্রিয় ব্যান্ডের লোগো ওয়ালা টিশার্টটাও এই গ্রাফিক ডিজাইনের দ্বারা হয়ে থাকে |
গ্রাফিক ডিজাইনের মাধ্যমেই কোনো একটা পণ্য অথবা বার্তাকে আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়।গ্রাফিক ডিজাইন ছাড়া মার্কেটিং এর কথা চিন্তাও করা করা যায় না |

গ্রাফিক ডিজাইনের পেছনে অনেক সময় আর পরিশ্রম দেয়া কেন দরকার ঃ

  • পৃথিবীর যেকোনো প্রান্তে বসে কাজ করা যায় |
  • গ্রাফিক ডিজাইন হতে পারে সেরা একটা আয়ের উৎস!
  • কাজের স্বাধীনতা, সৃজনশীলতা কাজে লাগাবার সুযোগ:
  • কাজে ভালো হলে বারবার ফিরে আসবেন ক্রেতা
  • নিজে নিজে ঘরে বসে শেখা যায়
  • ফ্রিলান্সিং ও আউটসোর্সিং
  • নিজের প্রতিভা দেখানোর সুযোগ

৩টি সেরা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

  • এডোবি ফটোশপ
  • ক্যানভা
  • এডোবি ইলাস্ট্রেটর

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন ?

গ্রাফিক্স ডিজাইন শখতে দরকার ইচ্ছাশক্তি ,ধৈর্য , সঠিক গাইডলাইন |
অনলাইনে তুমি অনেক কোর্স পেয়ে যাবে গ্রাফিক ডিজাইনের। এর মাঝে কোর্সেরা, ইউডেমি, খান একাডেমীর মতো ওয়েবসাইটের চমৎকার কিছু কোর্স আছে।

কিন্তু বেশ বড় সমস্যা হচ্ছে, প্রথমত কোর্সগুলোর প্রায় সবই ইংরেজিতে। যতই ইংরেজি ভালো জানা থাকুক, ভাষার দেয়াল অনেকের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে আমরা যারা খুব ভালো ইংরেজি বুঝিনা, তারা গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব? দ্বিতীয়ত, বিগেনার দের কথা মাথায় রেখে এই কোর্সগুলোর অধিকাংশই ডিজাইন করা হয়নি। ফলে অনেক আগ্রহ নিয়ে শিখতে আসলেও পরে ব্যাপারটা এত জটিল মনে হয় যে, অনেকেই হাল ছেড়ে দেয়।সবার কথা মাথায় রেখে সাজানো হয়েছে গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল, যেখানে বাংলায় সাবলীলভাবে বোঝানো আছে গ্রাফিক ডিজাইনের আদ্যোপান্ত টেন মিনিট স্কুলে |

সফল গ্রাফিক ডিজাইনার হওয়ার ১০টি টিপস

এবার আসি গ্রাফিক ডিজাইনার হবার পালায়। একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে হলে তোমার কিছু নির্দিষ্ট বিষয়ে বেশী বেশী মন দেয়া চাই।

বেসিক শেখা, বোঝায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া

এটা সত্য যে গ্রাফিক ডিজাইন করতে হলে তোমার পুঁথিগত বিদ্যার দরকার পড়বেনা। কিন্তু গ্রাফিক ডিজাইন করার জন্য তোমাকে প্রাথমিক গ্রাফিক ডিজাইনটা মন দিয়ে শিখতে হবে। বেসিক মন দিয়ে শেখার পরেই তুমি দেখাতে পারবে তোমার সৃজনশীলতার খেলা।

অনলাইন কোর্স ভরসা

গ্রাফিক ডিজাইন যেহেতু এখন বিশ্বজোড়া জনপ্রিয় একটা স্কিল, এটা শেখার জন্য অনলাইন কোর্স হচ্ছে সবথেকে সুবিধাজনক মাধ্যম। ঘরে বসেই তুমি পেয়ে যাবে অনেক অনেক অনলাইন কোর্স।

প্রতিষ্ঠিতদের কাজ লক্ষ্য করা

গ্রাফিক ডিজাইনে তোমার আগ্রহ? আজই বসে খ্যাতনামা গ্রাফিক ডিজাইনারদের খুঁজে বের করে তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফলো করা শুরু করে দাও। গ্রাফিক্স ডিজাইন কি করে তাঁদের জীবন বদলে দিচ্ছে, সেটা লক্ষ্য করো। যদি তোমার মধ্যে এই নিয়ে কোনো সংশয় কাজ করে, আজই সেটা ঝেড়ে ফেলে দাও। প্রতিষ্ঠিতদের দেখে তুমি অনেক কিছু শিখবে, নতুন আইডিয়া পাবে আর সবথেকে বেশী দরকারী যেটা, অনুপ্রেরণা পাবে।

প্রয়োজনীয় সেটাপ জোগাড়

এই ধাপটা আসবে তোমার বেসিক গ্রাফিক ডিজাইনিং শিখে যাবার পর। যখন তুমি কাজ করা শুরু করবে, আস্তে আস্তে প্রয়োজন পড়বে নানান ডিভাইসের। গ্রাফিক ডিজাইন কিন্তু লেখালেখির মতো না, যে একটা ল্যাপটপ আর কিছু আইডিয়া নিয়েই তুমি কাজ করতে পারবে। এক্ষেত্রে একেবারে সব যোগাড় করা কষ্টসাধ্য হলে, আস্তে আস্তে যোগাড় করতে থাকো। ‘পুরো সেটাপ যেদিন আসবে সেদিন কাজ শুরু করবো’ ভাবলে তোমার কাজ কোনোদিনো হয়তো শুরু হবেনা।

দরকার সত্যিকার কাজের অভিজ্ঞতা অর্জনের

আজ এক ধরণের লোগো বানানো শিখলে? কোনো একটা নাম কল্পনা করে সেটার লোগো বানিয়ে ফেলো। তোমার প্রিয় বন্ধুর সাথে ধরো একটা ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছো। সেই ব্যবসাটা কেমন হবে সেটা কল্পনা করে একটা কাল্পনিক লোগো বানিয়ে ফেলো (কে জানে, এই কাল্পনিক লোগো আবার পরবর্তীতে বিশ্বসেরা কোনো একটা প্রতিষ্ঠানের জন্ম হবার কারণ হয়ে যেতে পারে!) এভাবে আস্তে আস্তে সত্যিকার কাজ করা শুরু করো।

একটু আত্মবিশ্বাস বাড়লে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেমন Upwork, Fiverr ইত্যাদিতে কাজ খোঁজ করা শুরু করে দাও। সত্যিকার কাজের অভিজ্ঞত থাকলে তুমি কী শিখছো, সেটার হাতেনাতে প্রমাণ পাবে। আর কাজ করা তো হচ্ছেই।

চমৎকার একটা পোর্টফোলিও চাই

ধরো জাপানের হারুতো সাহেবের একজন গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। একজন প্রফেশোনাল হিসেবে তোমার প্রবল আত্মবিশ্বাস, তুমিই ওনার কাজটির জন্য সবথেকে যোগ্য। কিন্তু হারুতো সাহেব তা বুঝবেন কী করে? তুমি বললেই তো আর উনি বিশ্বাস করে বসবেন না।
এজন্য তোমার দরকার একটা চমৎকার পোর্টফোলিও, যাতে তোমার সব দক্ষতা আর কাজের অভিজ্ঞতা সুন্দরভাবে সাজানো থাকবে। মনে রাখতে হবে এই পোর্টফোলিওই তোমার পরিচয়। এটি দেখেই ক্রেতা কিংবা তোমার চাকুরীদাতা অনেকজনের মাঝে তোমাকে তার কাজের জন্য নির্বাচন করবেন।

প্রফেশনাল কপিরাইটিং শেখার পালা

গ্রাফিক ডিজাইন হোক কিংবা অন্য ওয়েব ডেভেলপমেন্ট, কপিরাইটিং অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। তোমার এই স্কিল যতো ভালো হবে, তোমার কাজ ততো সুন্দর হবে। এজন্য প্রথম থেকেই খেয়াল রাখবে কপিরাইটিং ভালোভাবে আয়ত্ত করার দিকে।

আপডেটেড ডিজাইন ট্রেন্ডের খোঁজখবর রাখা

শিরোনামই বলে দিচ্ছে তোমাকে কী করতে হবে। ডিজাইন সমাজ, মানুষের মন-মানসিকতাকে ঘিরে প্রতিনিয়ত বদলাতেই থাকে। তোমার কাজ হলো এই পরিবর্তন সম্পর্কে খোঁজ-খবর রাখা। শুধু ট্রেন্ড জানা এক্ষেত্রে যথেষ্ট না। আগের ডিজাইনের ধরণ, এক সময় থেকে আরেক সময়ের ডিজাইনের পরিবর্তন ইত্যাদি তোমার মাথায় রাখতে হবে।

একটা নির্দিষ্ট দিকে বেশি জোর দেয়া

গ্রাফিক ডিজাইন তো একটা মহাসমুদ্রের মতো। এর ভেতরে অনেক অনেক কাজের ধরণ আছে। তোমার উচিত হবে সব বিষয়েই টুকটাক ধারণা রাখা, কিন্তু যেকোন একটা দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে সেটার প্রো হবার চেষ্টা করা। অনেক কিছু একসাথে আয়ত্ত করার থেকে যেকোনো একটি বিষয়ে সর্বোচ্চটা দেয়া হবে বুদ্ধিমানের কাজ।

নেভার স্টপ লার্নিং

গ্রাফিক ডিজাইন শেখার কোন এক পর্যায়ে তোমার মনে হতে পারে তুমি একজন প্রফেশনাল, তোমার আর শেখার প্রয়োজন নেই। কিন্তু বিশ্বাস করো, শেখার শেষ আসলেই হয়না। তাছাড়াও গ্রাফিক ডিজাইন অল্প অল্প করে শেখার জিনিস। কয়েকদিনেই তুমি এটা আয়ত্ত করে ফেলতে পারবেনা। অনেক অনেক বছরের অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনাররাও প্রতিনিয়ত নতুন জিনিস শিখতে থাকেন।আবার প্রথম কয়েকদিন শেখার পর তোমার আগ্রহ কমতে থাকতে পারে। তখনও কিন্তু বেদবাক্যের মতো এই লাইন আওড়াতে পারো

সত্যি কথা বলতে বর্তমানে প্রত্যেকটি জায়গায় গ্রাফিক্স ডিজাইনের চাহিদা রয়েছে। তুমি রাস্তায় বের হলে বিলবোর্ড থেকে শুরু করে দেওয়ালের পোস্টার পর্যন্ত সব জায়গাতেই গ্রাফিক্স ডিজাইনের ছোঁয়া আছে।তাই তুমি যদি সত্যিকার অর্থে একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে অবশ্যই তুমি তোমার এই স্কিলটিকে ব্যবহার করে বেশ ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন।

গ্রফিক্স ডিজাইন কোর্স লিঙ্ক https://www.creativeitinstitute.com/courses/professional-graphics-design

https://10minuteschool.com/en/skills/courses/93/graphic-designing-with-photoshop/

https://10minuteschool.com/en/skills/courses/22/graphic-design-powerpoint/

https://dusrasoft.com/graphics-design/

0 Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

মার্কেটিং কাকে বলে, মার্কেটিং এর জনক কে ?এবং এর বৈশিষ্ট্য ।

আমাদের দেশে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসায় এর আগমন ঘটছে। কিন্তু এই নতুন ব্যবসায়ীদের মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ ধারনা না…
Read More

যে ১০ টি বিষয় যে-কোন ব্যবসা শুরু করার আগে জানা প্রয়োজন ।

নতুন ব্যবসা শুরু করার আগে আমাদের কিছু বিষয় অবশ্যই মাথায় প্রয়োজন। তবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা…
Read More
food-and-beverage

বাংলাদেশের শীর্ষ ১০ টি খাদ্য ও পানীয় কোম্পানি।

বাংলাদেশের খাদ্য ও পানীয় শিল্প ভোগ্যপণ্য ব্যবসায় একটি উল্লেখযোগ্য অবদানকারী এবং এই শিল্পে কর্মরত বিশেষজ্ঞরা তাদের মানসম্পন্ন পণ্য…
Read More

বাংলাদেশের সেরা ১০ টি শপিং মল

অবসরে ঘুরতে কার না ভালো লাগে! আর সেই ঘোরার জায়গাটি যদি হয় কেনাকাটার আখড়া তাহলে কিন্তু একের মধ্যে…
Read More
organic brand

বাংলাদেশের শীর্ষ ১০ টি অর্গানিক ব্র্যান্ড।

সাম্প্রতিক বছরগুলিতে, বাংলাদেশে অর্গানিক পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ গ্রাহকরা ক্রমবর্ধমানভাবে স্বাস্থ্যকর এবং আরও টেকসই পছন্দগুলিকে অগ্রাধিকার…
Read More
Top 10 mobile companies in the world

বিশ্বের সেরা ১০ টি মোবাইল কোম্পানি

বর্তমান সময়ে মানুষের চাহিদার সর্বপ্রথমে থাকা প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোন বা স্মার্টফোন৷ সময়ের সাথে পাল্লা দিয়ে মোবাইল ফোনের…
Read More